1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ শাড়ি ও সার্টের কাপড় জব্দ - দৈনিক আমার সময়

শেরপুরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ শাড়ি ও সার্টের কাপড় জব্দ

আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিদ :
    প্রকাশিত : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারতের মেঘালয় ঘেসা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানী শাড়ি ও সার্টের কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার  (১০ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে হলদিগ্রাম বিজিবি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, নলকুরা ইউনিয়নের ধারাপানী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল অভিযান চালায়। এ সময় আক্তার নামে এক ব্যক্তির বাড়ির পাশে খরের পাল্লার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২০০ পিস শাড়ি ও ৭৮টি বান্ডিলে মোট ৯ হাজার ৩৬০ গজ সার্টের কাপড় জব্দ করা হয়।
বিজিবি’র নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছে। জব্দকৃত কাপড়গুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এদিকে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও পলাতকদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com