1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শেরপুরে জোড়া খুনের প্রধান আসামী গ্রেফতার - দৈনিক আমার সময়

শেরপুরে জোড়া খুনের প্রধান আসামী গ্রেফতার

আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি :
    প্রকাশিত : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
শেরপুরে আরিফুল ইসলাম শ্রাবণ ও আশরাফুল আলম মিজান হত্যার প্রধান আসামী এমদাদ মাস্টারকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১৩ফেব্রুয়ারি) ভোর রাতে জামালপুর সদর থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এমদাদ মাস্টার পৌর শহরের গৌরীপুর মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে। র‍্যাব জানায়, পূর্ব বিরোধের জের ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেলো বছরের ৯সেপ্টেম্বর রাত ১১টার দিকে মাইকে ঘোষনা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে পৌর শহরের গৌরীপুর ও সজবরখিলার মহল্লার লোকজন দারুস সালাম মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তায় সংঘর্ষ শুরু হয়। এসময় আশরাফুল আলম মিজানকে এলোপাথারী কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আশরাফুল আলম মিজানকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করে। এ ঘটনায় নিহতের মা মোছা. মমতাজ বেগম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। একি ঘটনায় আরিফুল ইসলাম শ্রাবণ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা মো. দেলোয়ার হোসেন ওরফে মিন্টু বাদী হয়ে মামলা দায়ের করে। এই ঘটনার পরে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা কার্যক্রম গ্রহণ করে। ফলশ্রুতিতে গোপনে সংবাদ পেয়ে বুধবার ভোর রাতে জামালপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম শ্রাবণ ও আশরাফুল আলম মিজান এর জোড়া হত্যা মামলার প্রধান আসামী এমদাদ মাস্টারকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামী এমদাদ মাস্টারকে উক্ত মামলায় বুধবার দুপুরে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com