গত ২২-২৩ জুলাই বাংলাদেশ আওয়ামীলীগ নোয়াখালি জেলা শাখা, কবিরহাট ও কোম্পানীগঞ্জ উপজেলা আয়োজীত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এম.পি। জেলা স্কুল মাঠে জেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আনম সেলিম,কবিরহাট সরকারী কলেজ মাঠে কবিরহাট উপজেলা আ’য়ামী সভাপতি হাজী মোঃ ইব্রাহিম ও কোম্পানীগঞ্জ উপজেলায় বসুহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মিজা এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী কেন্দ্রিয় নেতা স্বপন মাহমুদ, ফেনী জেলার সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ প্রমূখ। এছাড়াও, উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, এইচ এম ইব্রাহিম, জেলা আ’য়ামী সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ্ খাঁন সোহেল; সিনিয়র সহ-সভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনসহ জেলা ও উপজেলা আ’য়ামী অসংখ্য নেতা-কমীরা। অন্যদিকে, মাননীয় মন্ত্রী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামের, পিপিএম এর সভাপতিত্বে জেলা পুলিশ লাইনে “চেতনায় বঙ্গবন্ধু” ম্যুরাল উদ্বোধন করেন। জেলা আওয়ামীলীগ আয়োজীত উন্নয়ন ও শান্তি সমাবেশে মাননীয় মন্ত্রী ভিসানীতি ও বিএনপির তথাকথিত পদযাত্রাকে আওয়ামীলীগ ভয় করে না। তিনি বলেন, অনেক আগে অত্র জেলা বিএনপির ঘাঁটি ছিল, কিন্তু বিগত ১৪ বছর আওয়ামীলীগের উন্নয়নের কারণে বিএনপির ঘাঁটি এখন আর নেই। তিনি বলেন, ১৪ বছর আন্দোলন করে কোন ক্ষতি করতে পারে নি, আগামী ৪ মাসেও পারবে না এবং সংবিধান মোতাবেক ইলেকশন হবে দৃঢ়তার সহিত জানিয়েছেন। জেলা পুলিশ লাইনে “চেতনা বঙ্গবন্ধু” ম্যুরাল উদ্বোধনে বলেন, বাংলাদেশ পুলিশের ভেতরে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আছে বলেই এ ” চেতনায় বঙ্গবন্ধু” ম্যুরাল এর উদ্বোধন করা হয়েছে। তিনি, তরুনদের উদ্দেশ্যে “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়” এধরণের স্লোগান পরিহার করে স্লোগানে স্লোগানে উন্নয়নের কথা তুলে ধরে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে ও আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের সবাইকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামী ২০২৪ সালের ইলেকশনে বিজয়ী হওয়ার জন্য সবাইকে একযোগে কাজ শুরু করার আহ্বান করেন।
Leave a Reply