জাতীয় “দৈনিক আমার সময় ” পত্রিকার পরিবার সহ সারা দেশের ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদকঃ লায়ন মুহাম্মদ মিযানুর রহমান।
তিনি বলেন, রমজান মাস হলো সংযম, সিয়াম সাধনার এবং আত্মশুদ্ধির মাস, আল্লাহর হুকুম রমজান মাসে রোজা রাখা নিজেকে পরিশুদ্ধ করা গুনাহমুক্ত ও পূঃত পবিত্র হওয়া, এ মাস হলো রহমত মাগফিরাত ও বরকতময় মাস, এমাসের উসিলায় আমরা সমস্ত মুসলিমজাতি যেন আল্লাহর দেওয়া নেয়ামত গ্রহন করতে পারি।
তিনি আরো বলেন ঈদ মানে আনন্দ, এই ঈদে আমাদের সকলের মাঝে হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে, সহমর্মিতা ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হোক তৈরি হোক সাম্য মৈত্রী ও সম্প্রিতির বন্ধন।
দেশ জুড়ে সুখ -শান্তি কল্যান ও উত্তোরোত্তর সাফল্য কামনা করি।সেই সাথে সারা বিশ্বের মুসলমানদের সুখ শান্তি ও অনাবিল আনন্দে ভরে উঠুক সকলের জীবন, বন্ধ হোক হানাহানী, মারামারি ভুলে থাক সব বিভেদ। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক ঈদ আনন্দের অমিয় ধারা।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মুবারক।
Leave a Reply