ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ ও জেলা প্রশাসনের সমন্বয়ে অভিযান।
আজ বুধবার বিকালে জেলা জজ কোর্টের সামনে বিআরটিএর শীর্ষ কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালান।
বিআরটিএ প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত টিম লক্ষ্মীপু জেলায় অবস্থিত বিভিন্ন বাস অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এ বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
গাড়ির প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় বিভিন্ন ধরনের যানবাহনকে সড়ক পরিবহন আইনে ৫ মামলায় ৮ হাজার টাকা জরিমান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ লক্ষ্মীপুর জেলা সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. কামরুজ্জামান, বিআরটিএ লক্ষ্মীপুর সার্কেল মোটরযান পরিদর্শক প্রবণ চন্দ্র নাগ, অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীরা।
ভ্রাম্যমান আদালত এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। আজ বুধবার থেকে বিআরটিএ’র এ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
Leave a Reply