বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাব, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাব, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল, টেলিভিশনসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা অংশ নেন।
এ মানববন্ধনে উপস্থিত ছিলেন – লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্যরা, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা, জেলার সাংবাদিকরা, সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাবেক মেয়র শাহাবুদ্দিন সাবু প্রমুখ।
মানববন্ধনে বক্তব্যে বলেন, ‘এটি হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে করা হয়েছে। প্রশাসনকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, গ্রেপ্তার না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
Leave a Reply