বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত দ্বায়িত্বে থাকা মহাব্যবস্থাপক ও
চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) মোহাম্মদ নাজমুল ইসলাম। সাবেক মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন অবসরে গেলে তার জায়গায় অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে।
গত ৪ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব উজ্জ্বল কুমার ঘোষ স্বাক্ষরে এ আদেশ জারি করা হয়।
জানা যায়, সাবেক রেল মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন চাকরি থেকে অবসরে গেলে শূন্যপদের বিপরীতে চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) নাজমুল ইসলামকে মহাব্যবস্থাপকের (পূর্ব) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
মোহাম্মদ নাজমুল ইসলাম বিজনেস বাংলাদেশকে বলেন, দীর্ঘদিন চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। যথাযথ কর্তৃপক্ষ এখন আমার উপর যে অতিরিক্ত থেকে মহাব্যবস্থাপকের দায়িত্ব অর্পণ করেছে সে দায়িত্বও পূর্বের ন্যায় সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট হবো ইনশাআল্লাহ।
Leave a Reply