1. : admin :
রাজধানীর বনানীতে নিজের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা - দৈনিক আমার সময়

রাজধানীর বনানীতে নিজের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা

মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
রাজধানীর বনানীতে নিজের বুকে নিজেই গুলি চালিয়ে এক পুলিশ সদস্যে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহত পুলিশ সদস্যের নাম  আশরাফুজ্জামান রনি (২২))। রাজধানীর বনানীতে পুলিশ চেকপোস্টে গুলিবিদ্ধ হয়ে সেই  পুলিশ সদস্য নিহত হন বলে জানা যায়।  তিনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজেই নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় রনিকে সহকর্মী পুলিশ সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্তাহারুল ইসলাম।
তিনি জানান, রনি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের এএসটিএফ কোম্পানিতে কর্মরত। থাকতেন মিরপুর পুলিশ লাইনে।
আজ (বৃহস্পতিবার) সকাল থেকে তার ডিউটি ছিল বনানী ১১ নম্বর রোডের শেষ মাথায় পুলিশ চেকপোস্টে। তিনি সকাল সাড়ে ৬টায় ডিউটি পোস্টে যান। এরপর পরপরই চেকপোস্টের বাথরুমে ঢুকেন। তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শুনতে পান তারা। দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় ভেতর পড়ে রয়েছেন রনি। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, পুলিশ সদস্য রনি নিজের ইস্যুকৃত পিস্তল দিয়ে নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন সে বিষয়ে এখনো কিছুই জানতে পারিনি।
নিহত পুলিশ সদস্য রনির বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার চন্দ্রপাড়া গ্রামে। ২০২০ সালে তিনি চাকরিতে যোগদান করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com