1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
রাজধানীতে এক শিক্ষার্থীর হাতে অপর শিক্ষার্থী খুন - দৈনিক আমার সময়

রাজধানীতে এক শিক্ষার্থীর হাতে অপর শিক্ষার্থী খুন

আমিনুল ইসলাম বাবু 
    প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪
রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজের এক শিক্ষার্থীর হাতে অপর এক শিক্ষার্থী খুন হয়েছে।
শনিবার ৬ জুলাই’২৪ সন্ধ্যা ৭টার দিকে কর্মাস কলেজের পাশে হাউজিং অ্যান্ড সেটেলমেন্ট কোয়ার্টারে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার ওই শিক্ষার্থীর নাম জুবায়ের হাসান রাফিত। তার গ্রামের বাড়ির নারায়ণগঞ্জের রূপগঞ্জে। তার বাবার নাম আবুল বাসার। দুই ভাই ও এক বোনের মধ্যে রাফিত ছিল সবার বড়। ঢাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতো সে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারিকুজ্জামান।
তিনি বলেন, ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে হত্যাকান্ডটি ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি, এই বিষয় কাজ করছি। কি কারণে হত্যাকান্ডটি ঘটলো জানতে চাইলে ওসি বলেন, আমরা এখনো কোন কারণ উদ্ঘাটন  করতে পারি নাই। অভিযুক্ত শিক্ষার্থী রাজিন চৌধুরী পলাতক। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা গেছে, পলাতক রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা।
সহপাঠীর হাতে জুবায়ের হাসান রাফিত এর হত্যার বিষয় জানতে চাইলে হত্যার ঘটনা জানলেও কারণ জানেন না বলে জানিয়েছেন ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ। তিনি বলেন, ঘটনা জানার পরে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের পাঠানো হয়েছে। তবে তারাও হত্যার কারণ সম্পর্কে জানতে পারেন নি।
নিহত শিক্ষার্থীর মামা নুরুজ্জামান বলেন, সকালে কোচিংয়ের জন্য বাসা থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি জুবায়ের। সন্ধ্যায় কলেজের এক শিক্ষক জানায় তাকে হত্যা করা হয়েছে। এসে দেখি আমার ভাগিনা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কিছুদিন আগে কলেজের কিছু বন্ধুর সঙ্গে জুবায়েরের ঝগড়া হয়েছিল বলে জানান নুরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com