‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই স্লোগানে ময়মনসিংহে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ভূমি সেবা সহজীকরণ ও জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংষ্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার (২৭ মে) দুপুরে মেলার সমাপনী উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করার লক্ষ্যেই এই মেলার আয়োজন ছিল। মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা নিতে পারে, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য। এই ভূমি মেলা প্রতি বছরেই আয়োজন করে থাকি। এই মেলায় সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায় করতে পেরেছি, আমরা অনেকাংশে সফল হতে পেরেছি। ভবিষ্যতেও এ মেলা অব্যাহত থাকবে। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী কমিশনার (এলএ শাখা) সোমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ প্রমুখ।
আলোচনা শেষে জেলার সর্বোচ্চ ভূমি উন্নয়ন করদাতাদেরকে সন্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মুুফিদুল আলমসহ অন্যান্যরা। উল্লেখ্য, গত ২৫ মে সকালে জেলা প্রশাসক কার্যালয়েয় আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। এবং প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নামজারি, জমাভাগসহ নানা সেবা দেওয়া হয়েছে। সেই সাথে গণশুনানি, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও তথ্যভিত্তিক উপস্থাপনাও ছিলো।
Leave a Reply