৫ ই আগস্ট ফ্যাসিবাদী সরকার পতনের পর থেকে মিরপুর কলেজে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের শিক্ষার্থী বান্ধব রাজনীতির সুস্থ ধারা অব্যাহত থাকলেও মিরপুর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, অর্থনীতি বিভাগের ২০১০-১১ ইং সেশনের সাবেক শিক্ষার্থী মওদুদ আহমেদ সন্ত্রাসী কার্যক্রমে জিম্মি কলেজ প্রশাসন সহ সাধারণ শিক্ষার্থীবৃন্দ। অভিযোগ পাওয়া গেছে মওদুদের নেতৃত্বে তার অনুসারী লিমন, নুরুল গণি, জিল্লুর, নিশান সহ বহিরাগতদের নিয়ে প্রভাব দেখাতে গিয়ে মার্কেটিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন ও আলিফের উপর অতর্কিত হামলা চালায়। এতে শাখাওয়াত হোসেনের মাথা ফেটে রক্তাক্ত হলে জরুরী ভিত্তিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাম প্রকাশের অনিচ্ছুক অনেকেই বলেন মওদুদ ও তার অনুসারীদের অরাজকতায় মিরপুর কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে এক আতঙ্ক বিরাজ করছে। মিরপুর কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই আতঙ্ক থেকে মুক্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করে।
Leave a Reply