সায়েম খান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জে ২০ গ্রাম হেরোইনসহ চারজন মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমানিক দুই লক্ষ টাকা। রবিবার (০৪ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জেলা ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক আবুল কালাম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন ভুল জয়রা গ্রামের মানিকগঞ্জ সড়ক ও জনপদ ভবন এর অস্থায়ী পরিত্যাক্ত ঘরের সামনে থেকে হেরোইন সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, তোফা (৩৬), মোঃ বাবুল মিয়া (৩৪), মোঃ মিলন মিয়া (২৭), মোঃ কাজল (২৫)। এ সংক্রান্তে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
Leave a Reply