মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে বেশ কিছু জায়গায় নদীতে অবৈধভাবে ড্রেজার বাণিজ্য করে আসছিলেন এলাকার ড্রেজার ব্যবসায়ীরা। জাফরগঞ্জ এলাকাতে একটি স্থানে প্রায় চারটি ড্রেজার বসিয়ে শুরু হয় রমরমা ব্যবসা।
আজ রবিবার (৩০ এপ্রিল) তেওতা ইউনিয়নের জাফরগঞ্জ এলাকায় দেখা যায় অবৈধ ড্রেজার বাণিজ্যের এই দৃশ্য ।
এলাকার জনগণ জানান, প্রশাসন দুই এক দিন পর পরই এসে ব্যবস্থা গ্রহণ করে তবে ড্রেজার ব্যবসায়ীরা আবার পুনরায় তাদের কার্যক্রম শুরু করে।
এ বিষয়ে শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান খান বলেন, গত মঙ্গলবার অভিযান পরিচালনা করে বেশ কিছু ড্রেজার মেশিন ভাঙ্গা হয়েছে। আপনি একটু অপেক্ষা করেন আমি এক্ষুনি এসে আবার ব্যবস্থা গ্রহণ করছি।
পরবর্তীতে তৎক্ষণাৎ সহকারি কমিশনার (ভূমি) ঘটনাস্থলে আসলে ড্রেজার ব্যবসায়ীরা পালিয়ে যায় অতঃপর চারটি ড্রেজার মেশিন ভাঙ্গা হয়।
Leave a Reply