1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
মানবিক কাজে প্রশংসিত ওসি শাহ কামাল আকন্দ  - দৈনিক আমার সময়

মানবিক কাজে প্রশংসিত ওসি শাহ কামাল আকন্দ 

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহবাসীর জনসাধারনের জন্য পুলিশি সেবায় বিচক্ষণ, দূরদর্শ এবং বন্ধুসূলভ ব্যবহারে পুলিশ কর্মকর্তা থেকে জনসাধারনের বন্ধুতে পরিণত হয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ। মানবিক কর্মকাণ্ডে নিজেকে একজন সৎ ও দক্ষ অফিসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা’র নির্দেশনায় আসন্ন রমযান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে জনগণের হয়রানি বন্ধ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ এবং যানজট নিরসনের লক্ষ্যে কাজ করছে ময়মনসিংহ জেলা পুলিশ। ময়মনসিংহের সদর উপজেলায় ময়মনসিংহ-ফুলবাড়িয়া রোডের দাপুনিয়া বাজার এলাকায় যানজট নিরসনের মাধ্যমে জনদুর্ভোগ কমিয়ে স্বস্তি আনতে সরেজমিনে পরিদর্শন করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ। তিনি গত ২২ই মার্চ বুধবার বিকালে জনদুর্ভোগের অন্যতম স্থান দাপুনিয়া বাজার পরিদর্শন এবং যানজট নিরসনকল্পে করণীয় নিয়ে দীর্ঘ সময় আলোচনা করেন।বিভিন্ন দৈনিক পত্রিকাগুলোতে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ ৪৪তম বার শ্রেষ্ঠ ওসি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। আবারো এই অঞ্চলে ধারাবাহিক সাফল্যে শ্রেষ্ঠ থানা কোতোয়ালী মডেল থানা এবং এই নিয়ে সর্বমোট ৪৫তম বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরুস্কৃত হয়েছেন অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ।ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে গত ২১শে মার্চ মঙ্গলবার সাড়ে দশটার সময় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় অভিন্ন মানদন্ডে ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ থানা হিসেবে “ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা” ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দের হাতে পুরুস্কার তুলে দেন ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য। সম্প্রতি ময়মনসিংহে ঘটে যাওয়া হত্যাকান্ডগুলোর ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে রহস্য সমাধান এবং আসামী আটক করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এছাড়াও নবীন পুলিশ সদস্য, থানায় আসা সেবাপ্রার্থী ও আসামিদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার জন্য ‘বুক কর্নার’ চালু করেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ। চার শতাধিক বইয়ের সংগ্রহ নিয়ে গত ২৮শে মার্চ বুক কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেন, ‘আমি এই থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করার চেষ্টা করেছি। থানায় কর্মরত অফিসারগণের পরিশ্রমের ফসল এই পদক। কাজের স্বীকৃতি স্বরুপ আমার থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কোতোয়ালি মডেল থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করছি।’তিনি আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com