1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
মহান মে দিবসে টাঙ্গাইলে আ’লীগের পাল্টাপাল্টি র‌্যালী ও সমাবেশ - দৈনিক আমার সময়

মহান মে দিবসে টাঙ্গাইলে আ’লীগের পাল্টাপাল্টি র‌্যালী ও সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩

‘দুনিয়ার মজদুর এক হও, এক হও’ এই স্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শহরের পৌর উদ্যানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি বালা মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল-২(গোপালপুর-ভুঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি।

এ সময় অন্যান্যের মধ্যে সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দীন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ তারেক পুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, জেলা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া (চাঁন মিয়া), টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ। এসময় বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ ও তাদের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, টাঙ্গাইল পৌর এলাকার সর্বস্তরের শ্রমিকবৃন্দর ব্যানারে গণজমায়েত ও র‌্যালীর অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে মে দিবস উপলক্ষে আরেকটি র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে শহীদ মিনারে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন, কাউন্সিলর আতিকুর রহমান মোর্শেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি পালন নিয়ে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক বলেন, টাঙ্গাইল উদ্যানে অনুষ্ঠিত সমাবেশটিই গ্রহণযোগ্য। এখানে সরকারি কর্মকর্তাসহ সকল শ্রমিক নেতাই অনুষ্ঠানে যোগদান করেছেন। এ সময় বিক্ষিপ্তভাবে শহরের প্রাণকেন্দ্রে আরেকটি র‌্যালি বা সমাবেশ কোনভাবেই কাম্য নয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com