মহান বিজয় দিবসে স্স্মৃতি স্তম্ভে বরিশাল রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে এবং ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ। পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ নাজিমুল হক, ১০ এপিবিএন অধিনায়ক আবু আহাম্মদ আল মামুন, জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন, আরআরএফ (ভারপ্রাপ্ত) কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোঃ আব্দুস সালাম, নৌ পুলিশ সুপার এস এম নাজমুল হক সহ বরিশাল রেঞ্জ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply