ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী থেকে ৪০ গ্রাম হিরোইনসহ ১ জন আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
গ্রেফতারকৃত হলেন, জেলার তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের মৃত. ফজলুল রহমান খানের পুত্র মাসুদ পারভেজ খান (৪০)।
র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ের মিডিয়া অফিসার আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ২.৩০ টায় র্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কেওয়াটখালী ওয়াবদা জামে মসজিদের সামনে কাঁচা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে মাসুদ পারভেজ খান আটক করে। একসময় তার কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন, মোবাইল ফোন ও নগদ উদ্ধার করা হয়।
র্যাব আরও জানান, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। উক্ত আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। ধৃত আসামীকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এ র্যাব কর্মকর্তা।
Leave a Reply