1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন - দৈনিক আমার সময়

ময়মনসিংহে বন্ধুর হাতে বন্ধু খুন

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

ময়মনসিংহ নগরীর আকুয়া দক্ষিন পাড়া এলাকায় পাওনা একশত টাকার জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। নিহতের নাম নাহিদ (২৫)  সে ওই এলাকার মোহাম্মদের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় হৃদয় নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল ) সন্ধ্যায় নগরীর আকুয়া দক্ষিনপাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

কোতুয়ালী মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয় ও নিহত নাহিদ একে অপরের বন্ধু ছিলেন। তারা এক সাথে চলাফেরা করতেন। নাহিদের কাছে ১০০ টাকা পেত হৃদয়। ঘটনার দিন ১০০ টাতা নিয়ে দুই জনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় কাচের টুকরা দিয়ে নাহিদের তলপেটে আঘাত করে। এতে নাহিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com