ময়মনসিংহে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কার পেয়েছেন ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারফত আলী। গতকাল মঙ্গলবার (৯ জুলাই) ময়মনসিংহ পুলিশ লাইন্স ড্রিল শেডে জুন/২০২৪ মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা তাকে অবৈধ অস্ত্র উদ্ধারসহ ৩নং পুলিশ ফাঁড়ি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রোধ কল্পে ভালো কাজের স্বীকৃতিস্বরপ পুরস্কৃত করে ক্রেস্ট ও সম্মাননা পুরস্কার প্রদান করেন। এ বিষয়ে পুরস্কার প্রাপ্ত ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মারফত আলী বলেন, জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ও কোতোয়ালী মডেল থানার ওসি মহোদয়ের নির্দেশনায় ৩নং পুলিশ ফাঁড়ি এলাকায় মাদক সন্ত্রাস মুক্ত করতে আমরা কাজ করে যাচ্ছি। আমার সহকর্মীদের সহায়তার কারণে আজ এ পুরস্কার পেয়েছি। পাশাপাশি তিনি উর্ধ্বতন কর্মকর্তা এবং তার সহকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আগামী দিনেও একইভাবে সকল কাজে সকলের সহযোগিতার মনোভাব পোষণ করেছেন।
Leave a Reply