পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে নগরীর টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চেক হস্তান্তর অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের মহা-ব্যবস্থাপক (সমন্বয়কারী ময়মনসিংহ) শাকিল মাহমুদের সভাপতিত্বে ও পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার( উন্নয়ন) মোঃ রাশেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েসনের প্রেসিডেন্ট ও কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিইও বি.এম ইউসুফ আলী।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি.এম শওকত আলী, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের উপ ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ) সৈয়দ মোতাহার হোসেন। পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ দিদারুল ইসলাম, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ মোখলেছুর রহমান, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন মহসিন, আল বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম মাসুদ,পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার( উন্নয়ন) সৈয়দ মো. তারিকুল ইসলাম। আলোচনা শেষে বীমাকারীদের মাঝে চেক হস্তান্তর করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।এসময় উপস্থিত ছিলেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।
Leave a Reply