ময়মনসিংহের ৯নং খাখডহর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবু সাইদ বাদলকে গণসংবর্ধনা দিয়েছে
খাগডহর ইউনিয়ন এলাকবাসী।বৃহস্পতিবার বিকেলে লেংড়া বাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মো. ইয়াছিন আলী জীবনের সঞ্চালনায় অনুষ্ঠানে ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ বাদল এলাবাসীর প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ একরামুল হক, বেগুনবাড়ি উচ্চ বাদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হিল্লোল, মাইজবাড়ী গ্রামের সাবেক খালেক চেয়ারম্যানের পুত্র লাবিব আব্দুল লাদেন, জেলা তাঁতীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কমর উদ্দিন সরকার, জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্ব সিরাজ আলী, ৯নং খাগডহর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নুরু, এলাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুল বাছেদ বাচ্চু। আলোচনা শেষে ৯নং খাগডহর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন এলাকাবাসী। এরপর দোয়া পরিচালনার মধ্য দিয়ে ইফতার বিতরণ করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান শপথ বাক্য পাঠ করান নব-নির্বাচিত চেয়ারম্যান আবু সাঈদ বাদলকে। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ সফিকুল ইসলাম,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
Leave a Reply