রমজান মসুলমানদের পবিত্র একটি মাসের নাম। রোজা আসলে সাধারণভাবে, চাল-ডাল,মুড়ি,ছোলা,পেঁয়াজ, রসুন,আদা, বেসন,তেল,খেজুর ও কাঁচা তরিতরকারির চাহিদা কিছুটা হলেও বেড়ে যায়। আর চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে,পাইকারি ব্যবসায়ী, আমদানিকারক থেকে শুরু করে খুচরা ব্যবসায়ী পর্যন্ত দাম বাড়ানোর একটি প্রতিযোগিতায় নেমে পড়ে। এরই ধারাবাহিকতায় বাজার নিয়ন্ত্রণের অংশহিসেবে বুধবার দুপুরে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই এর সহ-সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি) ময়মনসিংহের মেছুয়া বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার মনিটরিং করেন। এ সময়় আমিনুল হক শামীম চালের আড়ত,পেয়াজ,আদা,রসুনের আড়ত এবং খুচরা ব্যবসায়ীদের সাথে খোলামেলা আলোচনা করে বলেন, রমজানে আসুন আমরা দ্রব্যসামগ্রী ন্যায্য দামে বিক্রয় করি। সকলেই সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়। সকলেই মিলেমিশে ভালো থাকি।
এ সময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির সদস্য, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জিলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা, মসিকের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, মেছুয়া বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক এ কে এম আজাদ সেলিম, যাদব লাহেড়ী লেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুভাষ সাহা, মাংস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ পাপ্পু মিয়া সহ প্রমূখ।
Leave a Reply