উত্তম ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা ও নগদ অর্থ পুরুস্কারপ্রাপ্ত হয়েছে। এছাড়া কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ির এসআই আজগর আলী ও মডেল থানার এএসআই আমির হামজা শ্রেষ্ট হিসাবে পুরস্কার পেয়েছেন। গতকাল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জুন মাসের জন্য উত্তম ও ভাল কাজের জন্য পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এই সম্মাননা ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।পবিত্র ঈদ-উল ফিতরের দিন ময়মনসিংহে সংঘটিত চাঞ্চল্যকর এক অটোচালক ও এক রিক্সাচালক খুনের কয়েক ঘন্টার মধ্যে খুনের রহস্য উদঘাটনসহ ৩ জন সিরিয়াল কিলার গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। জুন/ ২০২৩ মাসে বিভিন্ন আভিযানিক সাফলতা ও আইন শৃঙ্খলা রক্ষার মানদন্ডে কোতোয়ালি মডেল থানাকে বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কর্তৃক নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা আইজিপি কর্তৃক দেয়া কোতোয়ালী মডেল থানার ঐ অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের হাতে তুলে দেন।কোতোয়ালি পুলিশ জানায়, গত ঈদুল ফিতরের দিন ভোর রাতে পৃথকভাবে অটো চালক ও রিকশা চালককে খুন করে। খুনের কয়েক ঘন্টার মধ্যে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৩ জন সিরিয়াল কিলারকে গ্রেফতারসহ ছিনিয়ে নেয়া অটো ও রিকশা উদ্ধার করে। এছাড়া জুন মাসে বিপুল সংখ্যক মাদকদ্রব্য উদ্ধার, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার, আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর অভিযানসহ একাধিক বিট পুলিশিং সভা করে। কোতোয়ালি মডেল থানা পুলিশের এ সকল বিট পুলিশিংয়ের সভা করায় জনসচেতনতা সৃষ্টির ফলে অপরাধ কমে আসে। এ সব কর্মকাণ্ড বিশ্লেষণ করে জেলায় কোতোয়ালী মডেল থানাকে শ্রেষ্ট থানা বিবেচনা করে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।এছাড়া কোতোয়ালি মডেল থানা পুলিশের ১নং ফাড়ির এসআই আজগর আলী জুন মাসে বিপুল সংখ্যক ইয়াবা, বিদেশি মদ ও গাঁজা উদ্ধার করে। একইসাথে সাজাপ্রাপ্ত দুইজন সহ পরোয়ানাভুক্ত আরো একজনকে গ্রেফতার এবং আইন শৃংখলা নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ কমিয়ে আনাসহ মিমাংসাযোগ্য অপরাধ কমিয়ে আনতে চলমান বিট পুলিশিং কার্যক্রমে কয়েকটি বিট পুলিশিং সভা করে। এ সব কাজে তাকে জেলায় শ্রেষ্ট এসআই নির্বাচিত করা হয়।অপরদিকে কোতোয়ালি মডেল থানার এএসআই আমির হামজা জুন মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল, চুরি বা হারিয়ে যাওয়া বেশকিছু মোবাইল উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রণে সাহসী ভুমিকা পালন করে। আমির হামজা এ সব কর্মকাণ্ডে জেলায় শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে গ্র্যান্ড মাস্টার প্যারেড এবং কল্যাণ শেডে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, শামীম হোসেন, ফাল্গুনী নন্দী, শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply