ময়মনসিংহে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার ( ১৭ এপ্রিল) বেলা সাড়ে ১২ টায় ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে নগরীর চায়না মোড়ে মন্ডল ব্যাটারী হাউজ নামে একটি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়।
জানা যায়, ময়মনসিংহ নগরীর চায়না মোড় ব্রিজের পাশে কোন প্রকার নিয়ম নীতি তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হচ্ছে সিসা। এতে মারাত্মক স্বাস্থ্যজীবীতে আশেপাশের পরিবেশ। বিষাক্ত এসিডসহ ব্যাটারির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে ফসলি জমিতে, উন্মুক্ত খালি জায়গায় এবং ব্রিজের নিচে খালি পানিতে। ফলে দূষিত হচ্ছে নদী ও খাল বিলের পানি। এসব বর্জ্য আবাদি জমিতে ফেলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমির পরিবেশ। যা সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ নেতৃত্বে নগরীর চায়না মোড় এলাকায় অবৈধভাবে পরিচালিত মন্ডল ব্যাটারী হাউজ নামক ব্যাটারী গলানোর কার্যক্রম পরিচালনাকারী কারখানাটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়াও কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, বিদ্যুতের মিটার ও সার্ভিস তার জব্দ করে বিদ্যুৎ বিভাগের জিম্মায় দেয়া হয়। এসময় ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এইচ. এম. ইবনে মিজান, পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় র্যাব-১৪ এবং ময়মনসিংহ জেলা পুলিশের একটি টিম নিরাপত্তা প্রদান করে সহায়তা করেন।
Leave a Reply