1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ময়মনসিংহের হালুয়াঘাটে ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহের হালুয়াঘাটে সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় জেলা ও উপজেলা ছাত্রলীগের ৩ নেতাকে আটক করেছে পুলিশ।

 

আটককৃতরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উত্তর খয়রাকুড়ি গ্রামের সারোয়ার আলমের পুত্র মাহাবুবুল আলম রোমান(৩৫), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই এলাকার আব্দুস সালামের প্ত্রু রফিকুল হাসান রকি(২৬), আমতৈল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নাগলা এলাকার দুলাল মিয়ার পুত্র মাসুদ রানা(২১)। শনিবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়।

 

পুলিশ জানায়, গত ৩১ শে জানুয়ারী রাতে উপজেলার দর্শাপাড় ব্রিজ এলাকায় আটককৃত আসামীরা সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দলের স্লোগানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হয়ে পরস্পরের সহায়তায় জন নিরাপত্তা বিপন্ন করার উদ্দেশ্যে জনসাধারণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে রাষ্টের সম্পত্তি ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত থেকে সন্ত্রাসী কার্যক্রম ডিজিটাল ডিভাইসের মাধ্যমে প্রচার ও অর্থ সরবরাহ করায় হালুয়াঘাট থানায় শনিবার সকালে ৪১ জনের নাম উল্লেখ করে ও আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় একটি মামলা রুজু হয়।

 

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। বাকি আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com