জাকারিয়া সৌখিন এর পরিচালনায় অপূর্ব ও নাজনীন নিহা অভিনীত মন দুয়ারী” নাটকের তোমার ব্যথায় আমি” শিরোনামের নতুন একটি দ্বৈত গানে কন্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও নাজির মাহমুদ। মেহেদী হাসান লিমনের কথায় নাজির মাহমুদের সুরে গানটির সংগীতে করেছেন সজীব। এরইমধ্যে নাটকটি মুক্তির এক সপ্তাহের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, এবং কোটি ভিউ ছাড়িয়েছে। এবং তোমার ব্যথায় আমি” গানটিও বেশ প্রশংসিত হচ্ছে, সবাই শুনছেন গানটি। মন দুয়ারী নাটকের গান প্রসঙ্গে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক নাজির মাহমুদ বলেন- সিএমভির বিগ বাজেটের বেশ চমৎকার নাটক মন দুয়ারী। এই নাটকে তোমার ব্যথায় আমি” গানটা নিয়ে অনেক ভালো সাড়া পাচ্ছি। সবার ভালবাসায় অনুপ্রাণিত হচ্ছি। সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা বলেন- নাজির ভাইয়ের সুরে একসাথে ডুয়েট গানটি খুবই সুন্দর। দর্শকরা গানটি শুনে ভালো রেসপন্স জানাচ্ছেন।
Leave a Reply