লক্ষ্মীপুরের রায়পুরে ২১টি মামলা প্রায় অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (৩০ মার্চ) দুপুরে রায়পুর উপজেলায় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ব্যত্যয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়।
বাস অতিরিক্ত ভাড়া নেওয়া, সিএনজি অতিরিক্ত ভাড়া নেওয়া, মোটর সাইকেল ফিটনেস বিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স বিহীন চালানো জরিমানা করা হয়।
ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত কাপড়ের দাম নেওয়া দোকানদারকে ভোক্তা অধিকার আইনে মামলা দেওয়া হয়েছে।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও বাড়িতে নিরাপদে পৌঁছাতে আমরা নিয়মিত বাজার ও মোটরযান মনিটরিং করে যাচ্ছি।
অভিযানে নেতৃত্ব দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান।
অভিযানকালে লক্ষ্মীপুর সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমদ, রায়পুর থানার ইনচার্জ মো. নিজাম ভূঞা, আনসার, সর্বস্তরের জনগণ ও সাংবাদিক উপস্থিত ছিল।
Leave a Reply