ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার থেকে শুরু হয়েছে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’, চলবে ২৮ মে রোববার পর্যন্ত।ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ঢাকা জেলা প্রশাসন নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছেন।
সোমবার (২২ মে) ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান স্থানীয়ভাবে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন করেন।
উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ রোডম্যাপে চারটি পিলার যথাক্রমে— স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নেন্স অন্তর্ভুক্ত করে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে সরকার।
সরকারের পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উদ্বোধন করা চারটি স্মার্ট ভূমিসেবা (‘রেজিস্ট্রেশন-মিউটেশন আন্তঃসংযোগ’, ‘স্মার্ট ভূমি নকশা’, ‘স্মার্ট ভূমি রেকর্ড’ এবং ‘স্মার্ট ভূমি-পিডিয়া’) ছাড়াও বেশ কিছু ভূমিসেবা ব্যবস্থা ‘স্মার্ট ডিজিটালাইজ’ করা হচ্ছে।
ইতোমধ্যে ডিজিটালাইজ করা ভূমিসেবাসমূহও স্মার্ট করে তথা অধিকতর ব্যবহারকারী সহায়ক ও সহজ করে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই মধ্যে উল্লেখ করা যেতে পারে ই-নামজারির দ্বিতীয় ভার্সন স্থাপনের কাজ এবং বাংলাদেশ ডিজিটাল সার্ভেতে ড্রোন প্রযুক্তির ব্যবহার।
সম্পদের দক্ষ ব্যবহার করে তথ্যচালিত উন্নত নাগরিকসেবা প্রদান এবং নাগরিকসেবা গ্রহণের অভিজ্ঞতা অধিকতর সহজ করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং, ড্রোন এবং ইউএভি, রিমোট সেন্সিং, মেশিন ভিশন, বায়োমেট্রিক্স ইত্যাদি সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সিস্টেম ডিজাইনে। এর ইউজার ইন্টারফেস হচ্ছে ‘স্মার্ট ভূমিসেবা প্ল্যাটফর্ম’ (https://land.gov.bd) ওয়েব পোর্টাল এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’—এ প্রতিপাদ্যে দেশের আট বিভাগ, ৬৪ জেলা এবং ৫০৭ উপজেলা, রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সোমবার থেকে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
মোহাম্মদ মমিনুর রহমান বলেন, হয়রানিমুক্ত ভূমিসেবা গ্রহণে অনলাইনে শুনানি গ্রহণসহ অফিসের বাহিরে গণশুনানি করে সেবা প্রদান করা হচ্ছে। অর্পিত সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, লিজ নবায়নের আধুনিকায়ণে ঢাকা জেলা প্রশাসন কার্যকর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।ঢাকা জেলার প্রশাসন সরকারি সম্পত্তি রক্ষার্থে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এ যাবত ৫৫.৫৩ একর খাস জমি উদ্ধার করা হয়েছে এবং কার্যক্রম অব্যাহত রয়েছে। তাছাড়াও যাছাই-বাছাইকরণের মাধ্যমে ঢাকা জেলার অসহায়, দরিদ্র, গৃহহীন, দুস্থদের প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে পূনর্বাসনসহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালে স্মার্ট জাতি গঠনে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যেই ডিজিটাল সংযোগের মাধ্যমে ভূমি মন্ত্রণালয় স্মার্ট ভূমি সেবা প্রদানে বদ্ধ পরিকর। স্মার্ট ভূমি সেবা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় কতিপয় উদ্যোগ গ্রহণ করেছে। যেমন-স্মার্ট নামজারী, স্মার্ট ভূমি উন্নয়ন কর, রেজিস্টেশনমিউটেশনের আত্মসংযোগ, স্মার্ট ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি নকশাসহ অসংখ্য উদ্যোগ।
ঢাকার জেলা প্রশাসক বলেন, আমাদের সবারই ভূমির সাথে কোন না কোন সম্পৃক্ততা রয়েছে। কারণ সবচেয়ে বেশি কাজ ভূমি সম্পর্কিত। আর এই বিষয়টি মাথায় নিয়ে যতগুলো সেবা দিয়ে থাকি সবগুলো অনলাইনে দিচ্ছি অর্থাৎ যাবতীয় সেবা অনলাইনে দেয়া হচ্ছে।
Leave a Reply