ব্রাহ্মণবাড়িয়ায় এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করতে গিয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক গুরুত্বর আহত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে এঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, বুধবার রাতে শহরের উত্তর মৌড়াইল এলাকার আনু মিয়ার ছেলে মাদক, ডাকাতিসহ একাধিক মামলার আসামী ইয়াছিনকে গ্রেফতার করতে রেলস্টেশনের বৌ বাজারে অভিযান চালায়। এ সময় স্টেশনের পাশে একটি চায়ের দোকানে অভিযান চালালে ইয়াছিন তার হাতে থাকা চায়ের কাপ দিয়ে উপ-পরিদর্শক সাইফুলকে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে তাকে হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করা রয়েছে। এ ঘটনায় সদর থানায় পুলিশ এ্যাসল্ট মামলা হয়েছে। পলাতক ইয়াছিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply