1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্যাংককে বিমসটেক সম্মেলনে নৈশভোজে প্রধান উপদেষ্টা - দৈনিক আমার সময়

ব্যাংককে বিমসটেক সম্মেলনে নৈশভোজে প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, ঢাকা:
    প্রকাশিত : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বিমসটেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে এ নৈশভোজে যোগ দেন তিনি।

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার ফেসবুক ভেরিফায়েড পেজ সিএ গভ থেকে বিমসটেকে অংশ নেওয়া বিশ্বনেতাদের নৈশভোজের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা গেছে নৈশভোজের টেবিলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের পাশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বসেছেন।

এর আগে ব্যাংককে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় বিমসটেক ইয়ং জেন ফোরামে দেওয়া বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশ বদলাতে চাইলে, পরিবর্তন আনতে চাইলে, দেশ পরিচালনার পদ্ধতি বদলাতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশ বদলাতে চাইলে পরিচালনার পদ্ধতি বদলাতে হবে, একই নিয়মে সব সময় চলে না। তরুণরাই আগামীর ভবিষ্যৎ, তাদের মাঝেই অনুপ্রেরণা।

নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বিশ্বকে পরিবর্তন করতে হলে আগে নিজের গ্রাম থেকে পরিবর্তন শুরু করো।নতুন সভ্যতা গড়তে চাকুরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। পরিবর্তন আনতে হলে পদ্ধতি বদলাতে হবে, প্রচলিত ব্যবস্থায় বিশ্বে পরিবর্তন সম্ভব নয়।

ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com