দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাংচুর ও চাঁদাবাজি মামলায় সাজেদুল ইসলাম সাজু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ৪ টার দিকে পৌরসভার মাকড়াই এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাজু বীরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মাকড়াই আদর্শপাড়ার ফজলুর রহমান ফজুর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, ৩১ জানুয়ারী দুপুরে আলম এর নির্মাণাধীন বাড়িতে সাজু সহ একটি সংঘবদ্ধ দল চাঁদা দাবি করতে যায়। চাঁদা না দেওয়ায় বাড়ি ঘর ও বাউন্ডারি ওয়াল ভাংচুর করে নির্মাণ কাজের রড সিমেন্ট নিয়ে যায়। তারই প্রেক্ষিতে ২ই ফেব্রুয়ারি শনিবার সকালে আলম বাদী হয়ে ১১জন বিরুদ্ধে বীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, মামলার ৩নং আসামি সাজেদুল ইসলাম সাজুকে দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply