গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আগামীকাল বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত উপলক্ষ্যে ইজতেমা ময়দানের আশেপাশে যান চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসুল্লিদের যাতায়াত সুবিধার জন্য ১১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গি স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।আখেরি মোনাজাত উপলক্ষ্যে ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গীর ইজতেমা ময়দানের আশেপাশের মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
আজ দুপুরে ইজতেমা ময়দানে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করীম খান।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার জানান, আগামীকালের আখেরি মোনাজাত উপলক্ষ্যে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর এবং ঢাকা টাঙ্গাইল-মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাপুর পর্যন্ত মহাসড়কে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
এ সময় তিনি উক্ত সড়ক ব্যবহারকারীদের বিকল্প পথে চলাচলের পরামর্শ দেন।
তিনি জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীরা বগুড়া থেকে তিনশ ফিট হয়ে ঢাকায় আসা-যাওয়া করবেন। তারপর থেকে ঢাকা থেকে টাঙ্গাইলগামী যাত্রীগণ গাবতলী থেকে গাজীপুরের চন্দ্রা হয়ে টাকাইল যাতায়াত করবেন।
তিনি আরো বলেন, আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা চলে যাওয়ার পর যান চলাচলের বিধি নিষেধ তুলে নেওয়া হবে।
ইজতেমা আয়োজন কমিটির মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, আগামীকাল সকালে আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের।
Leave a Reply