বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র চার থানা সহ অন্যান্য সকল কার্যক্রম শুরু হয়েছে। ১২ আগস্ট সোমবার সকাল ৯টায় বিএমপি’র চার থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সোমবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন বিএমপি’র মিডিয়া সেল। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সকল থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশা দায়িত্বের সাথে কাজ করার প্রতি আহ্বান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােঃ ফারুক হােসেন, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মোঃ সরওয়ার হোসেন, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল থানা) নাফিছুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা) প্রণয় রায়। এছাড়া উপস্থিত ছিলেন বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
Leave a Reply