1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বাড্ডা থানা’কে ঢেলে সাজাতে ওসি সাইফুলের নানামুখী উদ্যোগ - দৈনিক আমার সময়

বাড্ডা থানা’কে ঢেলে সাজাতে ওসি সাইফুলের নানামুখী উদ্যোগ

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলাশান বিভাগের আওতাধীন থানা বাড্ডা ।ডিএমপির সবচেয়ে জনবহুল থানার তালিকায় মোহাম্মদপুরের পর বাড্ডার স্থান দ্বিতীয়।ছাত্র–জনতার অভ্যুত্থানায় ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের পতনের পর নতুন রুপে ফিরছে ডিএমপির প্রতিটি থানার সার্বিক কার্যক্রম।তার মধ‍্য বাদ যায়নি ডিএমপি বাড্ডা থানা।নতুন কমিশনার শেখ সাজ্জাদ আলীর নির্দেশনায় ও গুলশান বিভাগের উপকমিশনার(ডিসি) রেজাউল হক এর তত্ত্বাবধানে বাড্ডা থানাকে ঢেলে সাজাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বাড্ডা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) সাইফুল ইসলাম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা এলাকায় জননিরাপত্তা জোরদার ও সেবার মানউন্নয়নে বাড়তি নিরাপত্তা জোরদার করছেন ওসি সাইফুল ইসলাম।

তার সততা ও বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা এবং মেধার বিকাশে তার দায়িত্বরত গুরুত্বপূন্য বাড্ডা থানার আওতাধীন এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ,চোর-ডাকাতের উৎপাত ও দখলবাজ,চাঁদাবাজদের হাত থেকে বাড্ডা এলাকার নিরীহ মানুষদের মুক্ত করেছেন। তার চোখে ধনী-গরিব,রিক্সা চালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান। তিনি একজন সৎ ও অন্যায়ের কাছে আপোষহীন পুলিশ অফিসার।

এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,বর্তমান সরকার গণমানুষের বন্ধু,সরকার আমাদের পাঠিয়েছেন মানুষের মুখেহাসি ফোটাতে, মানুষের সাথে মিলেমিশে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে। আমরা মানুষের অতন্ত্র প্রহরী, আমাদের কাজ হচ্ছে দেশকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাদাঁবাজ, ইভটিজার মুক্ত করে মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনা।সর্বস্তরের জনগন যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেরা আইন মেনে চলা এবং অন্যকে আইন-মেনে চলতে উদ্বুদ্ধ করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com