বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) ২০২৫-২০২৭ নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এম ইউসুফ তুষার, মহাসচিব হয়েছেন মো: জাকিরুল মাজেদ কনক এবং সাংগঠনিক পদে হয়েছেন মোঃ শামছুল হক সুজা।
শনিবার সন্ধায় সুং গার্ডেনে নির্বাচিত প্রার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- মোঃ নুরুল আলম ও খন্দকার মফিজুল ইসলাম, যুগ্ম সচিব বাদল চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ মোঃ আসহাবুল হক নান্নু, প্রদর্শনি সচিব মোঃ মাহাবুবুর রহমান সুজন, আর্ন্তজাতিক বিষয়ক সচিব প্রতাপ শেখর মহন্ত, শিক্ষা ও যোগ্যতা সচিব এটিএম মশিউর রহমান পারভেজ, প্রকাশনা সচিব পবিত্র কুমার মোদক, আইটি সচিব নাসির খান, প্রচার সচিব জুবাইয়দা নাজনীন চৌধুরী, নির্বাহী সদস্য আশফাক আহমেদ (সাবেক সভাপতি), শফি আহম্মেদ, আবু সাইদ ইলিয়াস, সোলাইমান মানিক ও মেহেদী হাসান নির্বাচিত হন।
Leave a Reply