সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন জাতের গাছের চারা রোপনের মধ্য দিয়ে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বেসরকারী জনকল্যাণমূলক উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে নগরীর জিলা স্কুল মাঠে বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভিন্ন জাতের ফলজ-বনজ-ভেষজ গাছের অর্ধশত চারা রোপন করা হয়। চারা রোপনের মাধ্যমে সবুজায়ন কর্মসূচির বক্তব্যের শেষে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজুল আলম মাসুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জিলা স্কুলের প্রধান শিক্ষক মোছাঃ মোহসিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন-শক্তি ফাউন্ডেশন প্রধান কার্যালয়ের সিনিয়র পরিচালক সব্যসাচী রায়, রিজিওনাল হেড শেখ মনিরুজ্জামান, এরিয়া সুপারভাইজার মো. শোয়েব আলী, শাখা ব্যবস্থাপক(সদর) মো. মোখলেছুর রহমান,( ত্রিশাল) মো. সাইদুল ইসলাম, (ফুলবাড়িয়া) জাহাঙ্গীর আলম, রিজিওনাল সেক্রেটারি জুলেখা খাতুন, আইসিটি সাপোর্ট ইঞ্জিনিয়ার জাকারিয়া হোসেন বাপ্পিসহ শক্তি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা- কর্মচারীবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের কার্যক্রমের প্রসংশা করে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম বলেন, চারা রোপনের মাধ্যমে একদিকে পরিবেশের উন্নয়ন ঘটবে। একই সঙ্গে অন্যরাও এমন ভালো কাজে উদ্বুদ্ধ হবেন এবং আমরা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে এগিয়ে যাবো। শক্তি ফাউন্ডেশন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বৃহত্তম বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান(এনজিও)। গত শনিবার (১ এপ্রিল) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে এবং সংস্থার কর্ম এলাকা দেশের ৫৫টি জেলায় চারা রোপন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করে। এ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ শাখা অফিসের উদ্যোগে নগরীর জিলা স্কুল(হোস্টেল) মাঠ ও জিলা স্কুল প্রাঙ্গণে ৫০টি চারা রোপন করা হয়। শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে চলতি মাসে ৫৫টি জেলায় ৩ হাজার ১০০টি গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে।প্রসঙ্গত, ১৯৯২ সনে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, এনজিও বিষয়ক ব্যুরো (প্রধানমন্ত্রীর কার্যালয়) এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর থেকে নিবন্ধনকৃত। বর্তমানে এই প্রতিষ্ঠান প্রায় সমগ্র বাংলাদেশে ৫০৪ টি শাখা অফিস ও ৮৭ টি শক্তি মেডিক্যাল সার্ভিস সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য সেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ- সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও প্রশিক্ষণ প্রদান করে উপযুক্ত ঋণ দানের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে।
Leave a Reply