মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এ প্রতিপাদ্য সামনে রেখে নানা অনুষ্ঠানমালার আয়োজন করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টা থেকে শহিদ দৌলত ময়দানে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ, এসো এসো ‘ গান পরিবেশনের মধ্যে দিয়ে বাংলা বর্ষবরণ-১৪৩০ বঙ্গাব্দ শুরু হয়৷
জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সকাল ৮টার দিকে শহিদ দৌলত ময়দান থেকে বাদ্যের তালে তালে বাংলা ঐতিহ্যের উপকরণ পালকি, পুতুল, ঘোড়ার গাড়ি, প্ল্যাকার্ড ও অন্যান্য উপকরণ নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুলিশ সুপার কার্যালয় সড়ক ঘুরে পুনরায় শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়।
কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান, জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম প্রমুখ মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।
বর্ষবরণ উপলক্ষে জেলাবাসীর প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.শাহীন ইমরান৷
এ সময় উপস্থিত ছিলেন কানিজ ফাতেমা আহমেদ এমপি, সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবাল, কক্সবাজার জেলা প্রশাসকের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (স্থানীয় সরকার) এডিসি মোঃ নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষন কান্তি দাশ, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, জেলা শিল্প কলা একাডেমির কর্মকর্তাসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন৷
এ ছাড়াও বাঙালির অধরা সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলাসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নববর্ষ বরণ করেছে কক্সবাজারবা
Leave a Reply