বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে ২৯ এপ্রিল শনিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার)। এতে সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সভায় রেঞ্জ ডিআইজি বরিশাল রেঞ্জের উদ্ভাবনীমূলক পুলিশিং কার্যক্রমগুলো তুলে ধরেন এবং বরিশাল রেঞ্জের অপরাধ নিয়ন্ত্রণে 4D বা চারমাত্রিক পুলিশিং (তথ্য প্রাপ্তি, দ্রুত সাড়াদান, দক্ষতা ও পেশাদারিত্ব, রিপোর্টিং এন্ড মনিটরিং) এর ভূমিকা নিয়ে আলোকপাত করেন। এছাড়াও উক্ত সভায় ডিআইজির উদ্যোগে তৈরিকৃত DRMS (Digital Reporting and Monitoring System) নামক ওয়েব বেইজড সফটওয়্যার প্রদর্শন করা হয়। এর মাধ্যমে কিভাবে বরিশাল রেঞ্জের অপরাধের রিয়েল টাইম সংখ্যা ভিত্তিক পরিসংখ্যান পাওয়া যায় এবং মনিটরিং ব্যবস্থাকে ত্বরান্বিত করা হয় তা তুলে ধরা হয়। অতিরিক্ত আইজিপি রেঞ্জ ডিআইজির উদ্ভাবনীমূলক পুলিশিং কার্যক্রম ভূয়সী প্রশংসা করেন এবং নতুন কিছু দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি বরিশালস্থ সকল পুলিশ ইউনিটের মধ্যে সমন্বয় দেখে মুগ্ধ হন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সভা বিশেষ অতিথি ছিলেন বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম বার, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহামুদ হাসান, এপিবিএন-১০ অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা বিপিএম সেবা, আরআরএফ কমান্ড্যান্ট, বরিশাল রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ সহ বরিশালস্থ সকল পুলিশ ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply