1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএমপি কমিশনার - দৈনিক আমার সময়

বরিশাল নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বরিশাল নগরীর বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করলেন বিএমপি পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। ৯ অক্টোবর বুধবার বিকেলে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে নগরীর বিভিন্ন পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় তিনি পূজা মন্ডপ পরিদর্শনকালে হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যে নিয়োজিত পুলিশ সদস্য ও ডিউটি তদারকি কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি পূজা মন্ডপ ও তার আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসব শতভাগ নিরাপত্তার মধ্য দিয়ে পালনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তাদের পাশে আছে মর্মে তিনি সকলকে আশ্বস্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােঃ ফারুক হােসেন, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রণয় রায় সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com