1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল নগরীতে ২২০টি কেন্দ্রে ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল - দৈনিক আমার সময়

বরিশাল নগরীতে ২২০টি কেন্দ্রে ৫৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বরিশাল প্রতিনিধি :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

বরিশাল সিটি কর্পোরেশনের ৫৮ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর হবে। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান আগামী ১৫ মার্চ দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে। একই দিনে বরিশাল নগরীতেও শুরু হবে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসে ডেলিভারি প্রকল্প, বেসরকারী প্রতিষ্ঠান এফপিএবি, সুর্যেও হাসি ক্লিনিক, ব্রাক, চন্দ্র দ্বীপ, উদয়ন পাঠাগার, সিডিসি, গার্লস গাইড, ওআরডিপি, সদর হাসপাতাল, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, ওডিপি, মেরি ষ্টোপস ক্লিনিক, সেন্ট এ্যানস মেডিকেল সেন্টার, প্রিয়সী বাংলা এবং স্কুলের শিক্ষক সহ মোট ১৬টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী উক্ত কার্যক্রমে অংশগ্রহন করবেন। বরিশাল সিটি কর্পোরেশনে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৫০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৯ হাজার ৯৬০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রমের জন্য নগরীতে ২২০টি কেন্দ্রের নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে। ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন হবে। এছাড়া এই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন থেকে যে শিশুরা বাদ পড়বে তাদের জন্য নগরীর ৩টি কেন্দ্রে ৭ দিন এই কার্যক্রম চলমান থাকবে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল্লবী সুলতানা, স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মনজুরুল ইসলাম (শুভ্র), মেডিকেল অফিসার ডা. সজল পান্ডে, জনসংযোগ কর্মকর্তা আহসান আল রোমেল। এদিকে ভ্রাম্যমান জনগোষ্ঠির জন্য বাসষ্টান্ড, লঞ্চঘাট এবং ফেরিঘাটসহ বিভিন্ন পয়েন্টে কেন্দ্র থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com