বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনের বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সের হল অব গ্রাটিটিউড এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় বদলি জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষে সকল পুলিশ সদস্য বিদায়ী পুলিশ সুপারের সহিত তিন মাসের অধিক সময় কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতি রোমন্থন করেন। বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা সূচক ক্রেস্ট দেওয়া হয়। তারা পুলিশ সুপারের কাজ করার দক্ষতা ও পেশা দারিত্বের প্রশংসা করেন। জেলা পুলিশের সকল সদস্যদের পক্ষ থেকে পুলিশ সুপার ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শাহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ আলাউল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখী সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, আরওআই, রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ।
Leave a Reply