বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৩ জুলাই সকালে বরিশাল জেলা পুলিশ লাইনস ড্রিল সেড গ্রাটিটিউড হলে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে দাবি-দাওয়া উপস্থাপন করেন এবং পুলিশ সুপার উল্লেখিত দাবী বাস্তবায়ন এবং সমস্যা সমূহ সমাধানের ব্যবস্থা করেন। শেষে তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য, এই কল্যাণ সভায় পুলিশ সুপার পিআরএল গমনকারী পুলিশ সদস্যদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। এছাড়াও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভা কক্ষে জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তিনি জুন মাসে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখি, সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) মোঃ মাজহারুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মুলাদি সার্কেল) মোঃ মতিউর রহমান, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, আরওআই, রিজার্ভ অফিস, আরআই, পুলিশ লাইন্স, বরিশালসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ।
Leave a Reply