বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার সকালে জেলা পুলিশ লাইনস ড্রিলশেডে আগস্ট মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় পুলিশ সুপার পিআরএল গমন কারী পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা প্রদান করেন। নিয়ম অনুযায়ী কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া উপস্থাপন করেন। পুলিশ সুপার উল্লেখিত দাবী বাস্তবায়ন ও সমস্যা সমূহ সমাধানের ব্যবস্থা করেন। শেষে তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনি আগস্ট মাসে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন। এছাড়াও মুলাদী থানাধীন বাটামারায় চর সাহেবরামপুরে দস্যূতা প্রতিরোধে সাহসী ভুমিকা পালন করায় মোঃ ইছাহাক বেপারীকে বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের পক্ষ থেকে বীরোচিত সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখিসহ বরিশাল জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
Leave a Reply