বরিশাল জেলার নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে জেলার সকল পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার বিকেল ৪টায় বরিশাল জেলার নবাগত পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন জেলা পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যদের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। নবাগত পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন জেলা পুলিশ লাইন্সে পৌছালে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নবাগত পুলিশ সুপাার সকল অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার বিভিন্ন ইউনিটের অফিসার এবং পুলিশ সদস্যগণ।
Leave a Reply