1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্য নিয়ে বরিশালে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়। আয়োজনের মধ্যে সকালে আনন্দ র‌্যালি। র‌্যালির পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, স্থানীয় সরকার উপ-পরিচালক গৌতম বাড়ৈ প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক চর্চা এবং অধিকতর জনমুখী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সার্বিকভাবে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তৃণমূল পর্যায়ের জনসাধারণের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর শক্তিশালী, কার্যকর এবং স্বাবলম্বীকরণে জনপ্রতিনিধি এবং জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা প্রয়োজন। এতে সেবা সহজিকরণ এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো সহজতর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com