বরিশালে সাংবাদিক ও পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করলেন পুলিশ কমিশনার
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত :
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
বরিশালে সাংবাদিকদের ও পূজা উদযাপন কমিটির সাথে সদ্য সমাপ্ত দুর্গাপূজা সংক্রান্তে মতবিনিময় করেছেন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। ১৫ অক্টোবর সকাল সাড়ে ১১টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে সদ্য সমাপ্ত শারদীয় দুর্গাপূজা সংক্রান্তে সাংবাদিকবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা করেন তিনি। এ সময় সদ্য সমাপ্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও ট্রাফিক ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সকল বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় কালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বরিশালে একটি নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে তাদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনে বরিশাল মেট্রোপলিটন পুলিশ তথা আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক গৃহীত সার্বিক আইন-শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ কমিশনার শফিকুল ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মতবিনিময়কালে সাংবাদিকবৃন্দ সামগ্রিক আইনশৃঙ্খলা সহ সংশ্লিষ্ট সকল বিষয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এ সময় পুলিশ কমিশনার আইন-শৃঙ্খলা, অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য, ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সকলের সহায়তা কামনা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশালের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পূজা কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply