বরিশাল প্রতিনিধি :
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয়ের অভিযানে ২০ কেজি গাঁজা সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৩১শে মার্চ শুক্রবার সকালে বরিশাল লঞ্চ টার্মিনালের ঢাকা-বরিশাল নৌরুটের এডভেঞ্চার-৯ লঞ্চে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় দুটি কেবিন থেকে ২০ কেজি গাঁজা সহ ২ জন পুরুষ ও ২ জন মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী গ্রামের মনির বেপারী পুত্র মোঃ হাফিজুর বেপারী (২৬), টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গৌরাকি গ্রামের মোঃ খোরশেদ আলমের স্ত্রী মোসাম্মৎ মাসুমা আক্তার (২২), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া এলাকার মোঃ সানোয়ার হোসেনের পুত্র মোঃ আকাশ আহমেদ (১৯), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হবুয়ারচালা গ্রামের বখতিয়ার বর্মনের কন্যা কাঞ্চি রানী (২৩)। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টায় বরিশাল লঞ্চ টার্মিনালের ঢাকা থেকে আসা এডভেঞ্চার-৯ লঞ্চের দ্বিতীয় তলায় ২০৮ এবং তৃতীয় তলায় ৩২৫ নম্বর কেবিনে অভিযান চালনো হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় অভিযানে আসামী মোঃ হাফিজুর বেপারী ও মোসাম্মৎ মাসুমা আক্তারের কাছে থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় জেলা কার্যালয় অভিযানে মোঃ আকাশ আহমেদ ও কাঞ্চি রানীর কাছ থেকে ৪ কেজি সহ আসামীদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতয়ালী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Leave a Reply