বরিশালে র্যাব-৮ এর অভিযানে দুই টনের অধিক (২১৫০ কেজি) অবৈধ পলিথিনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ নভেম্বর দিবাগত রাতে নগরীর কাউনিয়া থানাধীন ৩নং গুচ্ছগ্রাম ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ পলিথিন জব্দসহ মোঃ আক্কাস হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী মোঃ আক্কাস হাং (৪২) ৩নং গুচ্ছগ্রাম বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকার বাসিন্দা মৃত আঃ হামিদ হাওলাদারের ছেলে। ১৩ নভেম্বর বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা। র্যাব-৮ এর উপ-অধিনায়ক সাংবাদিকদের বলেন সরকারের ঘোষণা মোতাবেক সারাদেশে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত নিষেধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৩ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন ৩নং গুচ্ছগ্রাম ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকায় এক ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমান পলিথিন বিক্রয়ের জন্য মজুদ করেছে। এরইপ্রেক্ষিতে র্যাব-৮ এর সদর কোম্পানী ও পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩৫টি বস্তায় ২১৫০ কেজি বিভিন্ন ধরনের বাজারজাতকারী নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কাজী সাইফ উদ্দিন। উল্লেখ্য, কিছুদিন পূর্বে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ট্র্যাকসহ আক্কাস গ্রেপ্তার হয়। কিন্তু স্বল্প সময়ের মধ্যে সাজা ভোগ করে বের হয়ে আবার অবৈধ পলিথিনের ব্যবসা শুরু করেন। র্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে বিএমপি কাউনিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply