1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশালে বাসচাপায় ববির শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার - দৈনিক আমার সময়

বরিশালে বাসচাপায় ববির শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালককে গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএমপি কমিশনারের সার্বিক দিক-নির্দেশনায় কোতয়ালী মডেল থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের বিভিন্ন টিম অভিযুক্তদেরকে গ্রেপ্তারের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ ও পটুয়াখালীতে অভিযান পরিচালনা করে ১ নভেম্বর রাত ১১টার দিকে পটুয়াখালীর খাসের হাট গ্রামে তার খালাতো ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২ নভেম্বর দুপুরে বিএমপির সদরদপ্তর সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিং করে এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত বাস চালক মোঃ জামিল হোসন (২৫) পটুয়াখালীর সদর থানাধীন মরিচ বুনিয়া এলাকার হায়দার হাওলাদারের ছেলে। এ সময় পুলিশ কমিশনার বলেন প্রথমে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে সেখানে না পেয়ে পটুয়াখালীর মরিচ বুনিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। যেহেতু ঘটনাটি বন্দর থানাধীন মামলা দায়েরের পর তাকে হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃত বাস চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। চালককে আটক করায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছে। গত ৩০ অক্টোবর রাত ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের বাসচাপায় শিক্ষার্থী মায়েশা ফৌজিয়া মিম নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com