বরিশালের বিভিন্ন নদীতে নৌ পুলিশ জাটকা নিধনবিরোধী অভিযান পরিচালনা করে। বরিশাল অঞ্চলের নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৯ এপ্রিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নদীর বিভিন্ন শাখায় নির্ধারিত অভয়ারণ্যে জাটকা নিধন বিরোধী অভিযান চালায়। বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে প্রায় ৮ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও বেহুন্দি জাল এবং জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে। নৌ পুলিশ জানায়, অভিযানে ৭ লক্ষ ৯৩ হাজার ৫২০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭টি বেহুন্দি জাল এবং ৪২৯ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় তারা অবৈধভাবে কারেন্ট জাল দিয়ে জাটকা মাছ ধরার অপরাধে ১১ জনকে আটক করে। রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ থানার এসআই আলাউদ্দিন আল মাসুম। জানা যায়, আটককৃতদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে ইলিশা নৌ থানায় পুলিশের উপর হামলা সহ নিয়মিত মামলা রয়েছে। আটক ১ জন আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জাল, বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত জাটকা দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
Leave a Reply